মহম্মদপুরে কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষকলীগ। ছবি: মো. মনোয়ার হোসেন
মহম্মদপুর (মাগুরা): শ্রমিক সঙ্কট ও ঘুর্ণিঝড় মোখা’র আগাম পূর্বাভাসের কারণে ক্ষেতের পাঁকা ধান নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের জেলখানা পাড়া এলাকার কৃষক আব্দুল হালিম শেখ। প্রায় এক বিঘা জমির পাঁকা ধান কিভাবে কেটে বাড়িতে তুলবেন তা নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি।
পরিবারের কর্মক্ষম আর কেউ না থাকায় এবং উপায়ান্ত না পেয়ে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শামছুল আলমের কাছে গিয়ে তার ক্ষেতের ধান কাটতে না পারার অক্ষমতার বিষয়টি জানান। এরপর উপজেলা কৃষকলীগের উদ্যোগে শুক্রবার (১২ মে) সকালে কৃষক আব্দুল হালিমের ক্ষেতের ধান কেটে দেয় দলের নেতাকর্মীরা।
এদিন সকালে অন্তত: ২০ জন দলীয় নেতাকর্মীদের নিয়ে ধান কাটার শুভ সূচণা করেন জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট মঈনুল ইসলাম পলাশ। উপজেলা কৃষকলীগের সভাপতি মশিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক শামছুল আলম, লিটন শেখ, মফিজুর রহমান, ইউসুফ মোল্যা, ইনামুল হক, মনিরুল ইসলামসহ ২০ জন কর্মী ধান কাটায় অংশ নেন।
এ বিষয়ে কৃষক আব্দুল হালিম বলেন, ‘শ্রমিক সঙ্কট এবং ঘুর্ণিঝড়ের পূর্বাভাসে ক্ষেতের পাঁকা ধান কাটা (কর্তন) নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। পরে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শামছুল আলমের কাছে গিয়ে আমার সমস্যার কথা জানালে তিনি তার দলের লোকজন নিয়ে আমার ধান কেটে দিয়েছেন। এতে আমি খুবই উপকৃত এবং খুশি হয়েছে।’