ছবি : বসির আহাম্মেদ
ঝিনাইদহ: ঝিনাইদহে ২০২২-২৩ অর্থবছরে/খরিপ ২০২৩-২০২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের(উফতি জাত) আবাদ,উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র,প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে সার ও বীজ বিতরন করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ-নবী, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব।
এসময় সদর উপজেলার ১৭ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ১৭’শ ৫০ জন কৃষকদের মাঝে বিঘা প্রতি বিনামূল্যে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়। সুবিধাভোগী কৃষকদের মাঝে সর্বমোট ৮.৭৫ মেট্রিক টন বীজ ও ৩৫ মেট্রিক টন সার দেওয়া হয়।