সবাই নারী ক্রু। ছবি: বাংলাবার্তা
এবারের নারী দিবসে বাংলাদেশ এয়ারলাইন্সে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ঢাকা-দাম্মাম রুটের একটি ফ্লাইট পরিচালনায় সকল বিভাগে ছিলো নারী ক্রু।
শুক্রবার (০৮ মার্চ) দুপুর আড়াইার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইটটি (বিজি-৩৪৯)।
এই ফ্লাইটের ক্রুদের ব্রিফিং, চেক-ইন কাউন্টারে, ফ্লাইট কভারেজ, কেবিন ক্রু এবং ককপিট ক্রু ছিলেন নারী। আর ফ্লাইটে পাইলট হিসেবে ফ্লাইট পরিচালনা করেন বিমান এর সিনিয়র নারী পাইলট ক্যাপ্টেন আলিয়া মান্নান ও ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে রয়েছে ১৫ জন অভিজ্ঞ নারী পাইলট যা পুরুষ ও নারী পাইলটদের আন্তর্জাতিক গড় ৬ শতাংশ এর প্রায় দ্বিগুণ (১০.৪)। বিমান এ রয়েছে প্রশিক্ষিত ও দক্ষ ৩৪৫ জন নারী কেবিন ক্রু। এছাড়া গ্রাউন্ড স্টাফ, নারী প্রকৌশলী, নারী প্রকৌশল ইন্সটাক্টর সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল শাখায় রয়েছে নারী কর্মকর্তা ও কর্মচারী।
দক্ষতা আর পেশাদারিত্বের অসামান্য অবদান রাখা বিমানের নারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শন পুর্বক বিশ্ব নারী দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম (অতিরিক্ত সচিব) এর নির্দেশে গ্রহণ করা হয় এই ব্যতিক্রমী উদ্যোগ।
এ বছরের নারী দিবসের প্রতিপাদ্যকে " নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ"