ছবি : সংগৃহীত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ( বিইউপি) শিক্ষক ফারহান মাশুকের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল ফ্লাই ঢাকা এয়ারলাইন্স পরিদর্শন করেছেন।
বুধবার (১২ জুন) এই প্রতিনিধি দল ফ্লাই ঢাকা এয়ারলাইন্স পরিদর্শন করেন। এ সময় তাদেরকে স্বাগত জানায় প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রধান মোঃ আমিনুল ইসলাম।
ফ্লাই ঢাকা এয়ারলাইন্সের সিইও লে. জেনারেল মোল্লা ফজলে আকবর বলেন, ‘কানেক্টিং ড্রিমস, ইউনিটিং ডেস্টিনেশনস’ স্বপ্নকে সামনে রেখে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ফ্লাই ঢাকা এয়ারলাইন্সের কর্মীরা। শুধু আভ্যন্তরীণ বাজার নয় বরং বিশ্ব বাজারেও শক্ত ভীত গড়তে চাই ফ্লাই ঢাকা।
ফজলে আকবর বলেন, স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতিকে বুকে ধারন করে স্মার্ট এয়ারলাইন্স গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে ফ্লাই ঢাকা এয়ারলাইন্স। আর এই স্মার্ট এয়ারলাইন্স গড়ার পরিক্রমায় বিইউপি ফ্লাই ঢাকার পাশে থাকবে।
পরিদর্শন শেষে বিইউপির শিক্ষক ফারহান মাশুক বলেন, ফ্লাই ঢাকা এয়ারলাইন্স বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আইন বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য এভিয়েশন ‘ল’ এবং এভিয়েশনের ইন্ডাস্ট্রি এর উপর যে লার্নিং সেশনের আয়োজন করেছে এই উদ্যোগটি দেশের আইন শিক্ষার ক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ করেছে। এয়ার ক্র্যাফটের পাইলট হতে শুরু করে কেবিন সেফটি হেড সকলের উপস্থিতিতে অত্যন্ত তথ্যবহুল এই আয়োজন বিইউপির ছাত্র ছাত্রীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্লাইট অপারেশন বিভাগের প্রধান ক্যাপ্টেন আব্দুল্লাহ, কেবিন সার্ভিস বিভাগের প্রধান মোঃ খালেদুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।।
উল্লেখ্য, দেশের আকাশে শীঘ্রই ডানা মেলতে যাচ্ছে 'ফ্লাই ঢাকা' এয়ারলাইন্স। ফ্লাই ঢাকা এয়ারলাইন্স চালু হলে দেশে পরিচালিত বেসরকারি এয়ারলাইন্সের সংখ্যা দাঁড়াবে ৪ টি।
বাংলাবার্তা/এআর