ছবি : সংগৃহীত
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আবুধাবির উদ্দেশে ছেড়ে আসার পর হঠাৎ বিমানের সামনের কাঁচে ফাটল দেখা দেয়। পরে বিমানটি নরসিংদীর আকাশে ৩ ঘণ্টা ধরে ২৭ বার চক্কর দিয়ে ঢাকায় জরুরি অবতরণ করার ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ জুন) রাত ১টা ২০ মিনিটে বিজি-১২৭ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
সূত্র জানিয়েছে, বিমানটি চট্টগ্রাম ত্যাগ করার পরে সামনের কাঁচে ফাটল দেখা দেয়। যে কারণে ফ্লাইটটি আবুধাবি না গিয়ে তিন ঘণ্টা ধরে নরসিংদীর আকাশে চক্কর দেয়।
শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানের উইন্ড শিল্ডে ফাটল দেখা দেওয়ায় এটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়। এ জন্য নিয়ম অনুযায়ী ফ্লাইটটি আকাশে চক্কর দিয়ে জ্বালানি কমিয়ে নেয়। ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার ফ্লাইটটিকে নরসিংদীর আকাশে চক্কর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
নরসিংদীর বেলাবো থানার একজন কর্মকর্তা জানান, ফ্লাইটটি চক্কর দিতে থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ফোন করে বিস্তারিত তথ্য জানতে চান।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য মতে, ফ্লাইটটি রাত ১০টা চার মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবির জন্য উড়াল দেয়। তবে ত্রুটির কারণে নরসিংদীর বেলাবো এলাকার আকাশে প্রায় ২৬-২৭ বার চক্কর দেয়।
বাংলাবার্তা/এআর