ছবি : সংগৃহীত
দেশে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোন ধরণের চার্জ ছাড়াই টিকেটের তারিখ পরিবর্তন ও রি-ইস্যু সেবা দিচ্ছে।
শনিবার (২৪ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কর্তকর্তা বোসরা ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এবং ফিরতি ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখী ভাড়া ৫৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজনেস ক্লাসের পূর্ব নির্ধারিত সর্বনিম্ন ভাড়ার সুবিধা সবার জন্য উন্মুক্ত থাকছে।
এছাড়াও বন্যাদুর্গত এলাকার যাত্রীদের বর্তমান অবস্থায় ভ্রমণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে কোন ধরণের ফি ছাড়ায় সিট ফাঁকা থাকা সাপেক্ষে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। সেই সাথে যাত্রীরা যাত্রা বিলম্ব, টিকিটের তারিখ পরিবর্তন বা রি-ইস্যু করতে পারবেন। আর এ জন্য বিমানের নিকটস্থ সেলস সেন্টার বা কল সেন্টারে ১৩৬৩৬ নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
বন্যার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই সেবা চলমান থাকবে বলে জানা গেছে।
বাংলাবার্তা/এআর