ছবি : সংগৃহীত
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার সোনাসহ বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিংয়ের প্যান্ট্রিম্যান হিসেবে কর্মরত মো. জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে।
সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপ কমিশনার (প্রিভেনটিভ) মো.মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নিকট বাংলাদেশ ফ্লাইট ক্যাটারিং সেন্টার থেকে জানানো হয় সোনা চোরাচালানের কথা।
এরপর কাস্টম হাউস ঢাকা ও বিএফসিসির একটি সমন্বিত টিম অভিযান পরিচালনা করে। দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে বিএফসিসির ভেতর থেকেই আটক করা জাহাঙ্গীর আলমকে।
মোস্তাফিজুর রহমান আরও জানান, বিমানের কর্মীকে শনাক্ত করার পর প্রথমে তিনি নানা অসঙ্গতি পূর্ণ তথ্য দিচ্ছিলেন। এরপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন তার কাছে সোনারবার রয়েছে। সোনার বারগুলো তার প্যান্টের ভিতরে বিশেষ কায়দায় কালো স্কসটেপ দিয়ে মোড়ানো ছিলো। দুটি কালো দন্ডে ৪০টা সোনার বার পাওয়া যায়, যার ওজন ৪কেজি ৬৬৫ গ্রাম। আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলার কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাবার্তা/এআর