ছবি : সংগৃহীত
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা প্রদানকালে অসদাচরণ করায় তিন কাস্টমস কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) বিকালে বাংলাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উর্ধ্বতন কর্মকতা।
ঢাকা কাস্টম হাউস সূত্র জানা যায়,বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, মোঃ আজিজুল হক,শিমুল চৌধুরী ও মোঃ আল আমিন। এর মধ্যে একজন আরও এবং এসআই সদরদপ্তরে ক্লোজড করা হয়েছে।
আরও জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশ ফেরত যাত্রী কাস্টমস এর গ্রীণ চ্যানেলে যাত্রী হয়রানি নিয়ে একটি পোস্ট দেন। যেখানে তিনি বলেন, বিকালে নেপাল থেকে আসার পর লাগেজের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ নজরে এলো নিরিহ এক বিদেশ ফেরত এক জনের সাথে কাস্টমসের কর্মকর্তারা কি করছে। তার ব্যাগ খুলে চেকিংয়ের নামে অযথা হয়রানী । একজন তো ব্যাগ থেকে কয়টা চকলেটের বার নিয়ে গেল অর একজন একটা বার খুলে নিজেও খাচ্ছে অন্যদের দিচ্ছে। দালালরা এসে নানান প্রস্তাব দিচ্ছে। আমার দেখায় তার তো অবৈধ কোন কিছু ছিল না, হয়তো অনেক দিন পর এসেছে বাড়ীর জন্য সাবান, শ্যাম্পু , চকলেট, বাচ্চার জন্য দুধ আর কাপর চোপর দেখলাম, মনে মনে ভাবলাম লোকটা এতো কস্ট করে কাজ করো বাচ্চার জন্য চকলেট আনলো অর আপনি আপনার বাচ্চার জন্য নিয়ে নিলেন হজম হবে তো। এতো শহীদ এতো ত্যাগ কিছুই কি পরিবর্তন হবে না। আর কবে মানুষ হব আমরা।
এরপরই বিষয়ে আমলে নিয়ে গত রোববার কাস্টমসের এই কর্মকর্তাদের বরখাস্ত করলো ঢাকা কাস্টম হাউস।
বাংলাবার্তা/এআর