নিজস্ব ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো মহান বিজয় দিবস। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বঙ্গবন্ধু ভাস্কর্য এবং 'চির উন্নত মম শির' ভাস্কর্যের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।
শনিবার (১৬ ডিসেম্বর) নানা আয়োজনের মধ্যদিয়ে দিনব্যাপী দিবসটি উদযাপন করা হয়। তারই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মো. ফাহাদ বিন সায়েদের নেতৃত্বে বঙ্গবন্ধু ভাস্কর্য এবং 'চির উন্নত মম শির' ভাস্কর্যের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সাংবাদিক সমিতি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানসহ সমিতির সদস্যবৃন্দ।
এর আগে সকালে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদযাপন শুরু হয়। এরপর উপাচার্যের নেতৃত্বে একটি বিজয় শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু ভাস্কর্য ও 'চির উন্নত মম শির' ভাস্কর্যের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এরপর একে একে রেজিস্টার, প্রক্টর, শাখা ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের সকল অঙ্গ সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
বাংলাবার্তা/এসএ