নজরুল বিশ্ববিদ্যালয় (সংগৃহীত ছবি)
শীতকালীন অবকাশ ও যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে ১৫ দিনের ছুটির ঘোষণা দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সোমবার (১৮ ডিসেম্বর) থেকে এ ছুটি শুরু হয়েছে।
গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রভোস্ট কাউন্সিল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা অধিদপ্তর ও প্রক্টর মহোদয়ের সমন্বয়ে অনুষ্ঠিত ১৬তম সাধারণ সভায় ১৮ থেকে ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
রবিবার (১৭ ডিসেম্বর) সভার দ্বিতীয় সিদ্ধান্তে ২২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি হলও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
বাংলাবার্তা/এআর