শিশুদের নিয়ে পার্ক উদ্বোধন (ছবি: বাংলাবার্তা)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো শেখ রাসেল শিশু পার্ক। পার্কটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকfল ৪টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে পার্কটির উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, বিশেষ অতিথি রেজিস্টার কৃষিবিদ অধ্যাপক ড. হুমায়ুন কবির এবং ট্রেজারার অধ্যাপক আতাউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
কৃষিবিদ ড. হুমায়ুন কবির বলেন, উপাচার্য ড. সৌমিত্র শেখর তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই রকম একটি ময়লা আবর্জনার স্তুপকে একটি দৃষ্টিনন্দন শিশু পার্কে পরিণত করেছেন যা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ।
আর উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, বর্তমান সময়ে যেখানে শিশুরা মোবাইল এবং টিভিতে আসক্ত সেখানে এই ধরনের খেলাধুলাপূর্ণ স্থাপনা শিশুদের মোবাইল এবং টিভির আসক্তি থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাবার্তা/এসএ