ছবি: বাংলাবার্তা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। প্রথমে জানা যায় সভাপতির নাম এবং পরে সেক্রেটারি জেনারেলের নাম।
বুধবার (০২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাবি শাখার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ পূর্ণাঙ্গ এ কমিটি প্রকাশ করেন।
পূর্ণাঙ্গ কমিটিতে যারা আছেন তারা হলো:
সভাপতি: মোঃ আবু সাদিক (কায়েম)।
সেক্রেটারি: এস এম ফরহাদ।
সাংগঠনিক সম্পাদক: মহিউদ্দিন খান।
প্রচার ও মিডিয়া সম্পাদক: হোসাইন আহমাদ জুবায়ের।
ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক : মোঃ মাজহারুল ইসলাম।
অফিস সম্পাদক: ইমরান হোসাইন।
বায়তুল মাল সম্পাদক: আলাউদ্দিন আবিদ।
দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক: হামিদুর রশিদ জামিল।
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: নুরুল ইসলাম নূর।
বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক: মোঃ ইকবাল হায়দার।
শিক্ষা ও গবেষণা সম্পাদক: মোঃ আনিছ মাহমুদ ছাকিব।
আইন ও মানবাধিকার সম্পাদক: রিয়াজুল মিয়া:
ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: হাসান মোহাম্মদ ইয়াসির।
স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক: আব্দুল্লাহ আল আমিন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ পায়। তার ধারাবাহিকতায় এবার ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে।
বাংলাবার্তা/এআর