ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ: এক হালি ডিম ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। কথাটি হয়তো কেউ বিশ্বাস করবে না। কিন্তু অবিশ্বাস্য হলেও এটাই সত্য! মানিকগঞ্জের সিংগাইরে এক হালি ডিম নিলামে বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়।
রোববার (২৯ জানুয়ারি) রাতে সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলে এ অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে।
প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন, মানিকগঞ্জের সিংগাইরে ওয়াজ মাহফিলে কবরস্থান উন্নয়নে দান করা এক হালি ডিম নিলামে উঠালে তা ১০ হাজার টাকায় বিক্রি হয়।
মাহফিলে মোনতাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেমায়েতপুর জয়নাবাড়ী মসজিদের খতিব মুফতি আশেকে এলাহী।
কবরস্থানের উন্নয়নের জন্য মাহফিলে আসা এলাকাবাসীর কাছে বিশেষ আহ্বান জানিয়ে আশেকে এলাহী বলেন, সবাইকে একদিন কবরবাসী হতে হবে। এখানে দান মানে অনেক সোয়াব। তখন এক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ৪টি মুরগির ডিম কবরস্থানের উন্নয়নে দান করেন।
তখন মাহফিল মঞ্চে আনুষ্ঠানিকভাবে ওই এক হালি ডিম বিক্রি করতে প্রকাশ্যে নিলামে তোলা হয়। ২০০ টাকা থেকে শুরু হয় নিলাম। অনেকে ২০০ থেকে ৮০০ ও ৯০০ টাকাও বলেন। সেসময় হাসান বেপারী নামে এক ব্যক্তি ওই এক হালি ডিমের দাম ১০ হাজার টাকা বলেন। এতে সর্বোচ্চ দাম হওয়ায় তাকে ডিম চারটি দিয়ে দেয়া হয়। তিনি নগদ টাকা দিয়ে ডিম ক্রয় করেন।
তবে ডিমের ক্রেতা হাসান বেপারী জানিয়েছেন, এটার মাধ্যমে কবরস্থানের উন্নয়নে শরিক হওয়াই ছিল আসল কাজ। ডিম কেনা তো মুখ্য নয়।