কৃষক হত্যা মামলায় গ্রেফতার হওয়া ৫ জন
সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কৃষক নুরুল আমিন (৬০) হত্যার মামলার প্রধান আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ র্যাব-৯।
গ্রেফতারকৃতরা হলেন- আপন ভাই মো. নুরুল হক (৬৫), মো. শাহজাহান (৫৫), শাহ আলম (৫৩), ভাতিজা মো. নাঈম মিয়া (২০), রোমনাজ মিয়া(২৮)।
বুধববার (০১ ফেব্রুয়ারি) ঢাকার মতিঝিল থানার সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯ অধিনায়ক ও সিলেট অঞ্চলের উইং কমান্ডার মো. মোমিনুল হক।
তিনি বলেন, পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে আপন ভাই-ভাতিজার হাতে কৃষক নুরুল আমিন খুন হয়েছেন।
তিনি আরও বলেন, মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাব
গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার পারবারিক কলহের জের ধরে নিহত নূরুল আমিন (৬০) কে আপন ভাই ও ভাতিজারা প্রকাশ্য দিবালোকে বিভিন্ন অস্ত্র দিয়ে এলোপাথারী আঘাত করে হত্যা করেন।