ছবি : জুটন বনিক
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে নৌকা ডুবে দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার (০১ মার্চ) বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, নরসিংদী জেলার রায়পুরার মির্জাচর গ্রামের উমর ফারুকের ছেলে হাফেজ মোহাম্মদউল্লাহ্ (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের প্রহ্লাদ চৌধুরীর মেয়ে রাত্রী চৌধুরী (১৫)। সে বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ সোহেল জানান, একটি যাত্রীবাহী নৌকা ২০/২৫ জন নিয়ে নবীনগর থেকে তিতাস নদী দিয়ে পাশের জেলা নরসিংদীর মির্জাচরে যাচ্ছিল। পথে নবীনগরের সীতারামুর গ্রাম অতিক্রম করার সময় নদীর মাঝখানে ব্রীজের পিলারের সাথে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাতে থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও দুইজন পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।