বরিশালের বাকেরগঞ্জে জাটকা ধরা বন্ধে এসিল্যান্ডের অভিযান
বরিশাল: জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণের দায়ে মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৬ মার্চ) সকালে বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক। অভিযান পরিচালনাকালে সঙ্গে ছিলেন বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল ও উপজেলা মৎস্য অফিসার মো. নাসির উদ্দীন।
সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক বলেন, আজ সকালে বোয়ালিয়া বাজারে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাছ ব্যবসায়ী মো. আজিজ খানকে জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
জব্দকৃত জাটকা বাকেরগঞ্জ খানকায়ে দারুস সুন্নত দ্বীনিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা লিল্লাহ্ বোর্ডিংয়ের শিশুদের মধ্যে বিতরণ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।