ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ইউএনও রামানন্দ পাল। ছবি: এস আর এ হান্নান
মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুরে নকল টেস্টি স্যালাইন বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল ৫টার দিকে মহম্মদপুর উপজেলা সদরের কলেজ রোডে অবস্থিত সুজন স্টোরে অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল। এ সময় ওই দোকান থেকে ২০ কার্টন নকল টেস্টি স্যালাইন জব্দ করা হয়।
এ অভিযান পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল।
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার এক ডিলারের কাছ থেকে এই স্যালাইনগুলো সংগ্রহ করে বিক্রি করতেন বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে ওই ব্যবসায়ী স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, ‘ইউনিভার্সাল ফুড লিমিটেডের মাগুরা জেলার মার্কেটিং অফিসার তৈয়েবুর রহমান মহম্মদপুরের সুজন স্টোরে নকল টেস্টি স্যালাইন বিক্রি হচ্ছে বলে তার কাছে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে ওই দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গিয়ে সত্যতা পাওয়া যায়।বিক্রেতা আব্দুল আলিমকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২০ কার্টন নকল টেস্টি স্যালাইন জব্দ করা হয়।