সভাপতি আব্দুল মমিন বাবুল (বামে) ও সাধারণ সম্পাদক জুটন বনিক
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আব্দুল মমিন বাবুলকে সভাপতি ও ভোরের কাগজের আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) ও বাংলা বার্তা নিউজপোর্টালের ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি জুটন বনিককে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটির এক সভায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নব গঠিত কমিটিতে কাজী মফিকুল ইসলাম সুহিনকে (ডেইলি বাংলাদেশ) সিনিয়র সহ-সভাপতি, জহিরুল ইসলাম সাগর (এস টিভি) যুগ্ম সম্পাদক ও আনিসুর রহমানেেক (আলোকিত সকাল) সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী ভূূইয়া, বিশ^জিৎ পাল(কালের কণ্ঠ), মো. রাকিবুল ইসলাম (সুসডা), এম এ জলিল(দিনকাল), জালাল হোসেন মামুন(দেশ রূপান্তর), মো: মোশারফ হোসেন (মোহনা টিভি), আশীষ সাহা (দেশকাল)।
সভায় সভাপতি ও সম্পাদককে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়। এর আগে আখাউড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যৌথভাবে প্রতিবাদসভা করে আখাউড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া। সভায় বক্তারা দোষীদের গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে শাস্তির দাবি জানান।