ছবি : জুটন বনিক
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে দুই শ গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঈদ সামগ্রি বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দাণিজ খলিফা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত জামাতের সুফি নূরে আলম সাঈদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আখাউড়া উপজেলা সভাপতি মুফতী শেখ তাজুল ইসলাম আহমোদী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি মুফতি শামছুজ্জামান, আব্দুল কুদ্দুস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. লিটন মিয়া, অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেস পীর আব্দুর রহিম মাহমুদ । ঈদ সামগ্রির মধ্যে ছিল সেমাই, চিনি, চাল, তেল, দুধ ও সাবান।