ছবি সংগৃহীত
ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য আব্দুল রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেন নিহত হয়েছেন।
এদিকে, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে হাসান নামে এক যুবক আটক হন। তার বাড়ি খুলনার রেল গেট এলাকায় বলে জানা গেছে।
সোমবার (২৪ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, আব্দুল রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেন জগাইরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহতদের চিৎকারে স্থানীয় লোকজনরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় একজনকে আটক করা হয়। পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন আব্দুল রব ও তার ভাতিজাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, উপজেলার জগাইরহাট এলাকা থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ দুটির ময়নাতদন্ত হবে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।