ছবি : বসির আহাম্মেদ
ঝিনাইদহ: ঝিনাইদহে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় জেলার ৩২৬ জন হজ যাত্রীদের জন্য দিন ব্যপি প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৬ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
সেসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইয়ারুল ইসলাম।শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।
প্রশিক্ষণ প্রদান করান ঢাকা হাব এর প্রতিনিধি মো. মোকাররম হোসেন, ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদুল্লাহ, ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইয়ারুল ইসলাম।