ছবি: মো. মনোয়ার হোসেন
মহম্মদপুর (মাগুরা): ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মা’ দিবস উপলক্ষে মাগুরা মহম্মদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রোববার (১৪ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের মিনি হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্ব বক্তব্য দেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মকছেদুল মোমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া, থানার ইন্সপেক্টর (তদন্ত) মজিবর রহমান, উপজেলা যুব মহিলালীগের আহ্বায়ক শারমিন আক্তার রূপালী, শিউলী ফারুক, সাংবাদিক এস আর এ হান্নান।