আটক তিন প্রতারক
কুমিল্লা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন নামে ভুয়া পেজ খুলে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মোবাইল সেট ও মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ মে) লাকসাম উপজেলার দক্ষিণ বাইপাস এলাকা থেকে ওই তিন প্রতারককে আটক করা হয়। বুধবার (৩১-মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের বেতাগাঁও গ্রামের চক্রের মূল হোতা সৌরভ আলী মজুমদার শুভ (২২), তার সহযোগী একই গ্রামের আনিসুল হক শাহীন (১৯) ও মক্রবপুর ইউপির বান্নগর গ্রামের সাকিব (১৯)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া ফেসবুক আইডি থেকে মার্কেটপ্লেসে বিভিন্ন গ্রুপে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য মোবাইল ফোনের লোভনীয় বিজ্ঞাপন আপলোড করে। এসব পোস্টে সেট এক্সচেঞ্জ করারও অফার দেয়া হয়। তখন ক্রেতারা পোস্টে কমেন্ট করে মোবাইল ফোন ক্রয় বা এক্সচেঞ্জ করতে চাইলে ক্রেতাদের সাথে যোগাযোগের জন্য অত্যন্ত সুকৌশলে মোবাইল নম্বর সংগ্রহ করে।
তিনি বলেন, ৪-৫ দিন পরে তাদের ভুয়া নিবন্ধিত মোবাইল নম্বর থেকে পুলিশের এসআই পরিচয়ে দিয়ে সাধারণ
ক্রেতাদের সরলতার সুযোগ নেয়। প্রতারক চক্রটি তাদের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারের পরিচয়ে কল করে বিভিন্ন পেশার লোকজনদের ভয়ভীতি দেখিয়ে অত্যন্ত সুকৌশলে প্রতারণা করে আসছিল।
পুলিশ সুপার আরও জানান, সম্প্রতি লাকসাম থানার এসআই তারেক পরিচয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজিম উদ্দিনের সাথে প্রতারণা করে টাকা ও মোবাইল হাতিয়ে নেয়। বিষয়টি লাকসাম থানা ওসির সরকারী নম্বরে ওই যুবক অবগত করেন। ওসি লাকসাম বিষয়টি আমাকে জানালে আমি তাৎক্ষণিক তাদের খুঁজে বের করার নির্দেশ দেই।
আব্দুল মান্নান জানান, লাকসাম থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারক চক্রটির ওপর নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আইফোন, স্যামসাংসহ বিভিন্ন ব্র্যান্ডের ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই মোবাইলগুলো তারা অনলাইন প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।