সংগৃহীত ছবি
রাজশাহী: রাজশাহীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৬ নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কার নেতারা সবাই কাউন্সিলর প্রার্থী।
এর আগে, গত রোববার মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্যসচিব মামুন অর রশীদ কেন্দ্রে চিঠি দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
বহিষ্কৃত নেতারা হলেন- রাজপাড়া থানা বিএনপির সাবেক সহসভাপতি বদিউজ্জামান বদি (ওয়ার্ড ৬), মহানগরের ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু বকর কিনু, শাহ মখদুম থানার সাবেক সহসভাপতি মো. টুটুল (ওয়ার্ড ১৪), শাহ মখদুম থানার সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান কাউন্সিলর আব্দুস সোবহান লিটন (ওয়ার্ড ১৫), মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি বেলাল হোসেন (ওয়ার্ড ১৬), মহানগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রনি হোসেন রুহুল (ওয়ার্ড ১৬), মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটু (ওয়ার্ড ১৯), ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আলিফ আল মাহমুদ লুকেন (ওয়ার্ড ২৫), মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ারুল আমিন আজব (ওয়ার্ড ২৭), মতিহার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফুল হাসান বাচ্চু (ওয়ার্ড ২৮)।
এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কার হয়েছেন পাঁচজন। তারা হলেন- মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেগম বেলী (ওয়ার্ড ৭, ৮ ও ১০), বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আলতাফুন নেসা পুতুল (ওয়ার্ড ৯, ১১ ও ১২), মহানগর মহিলা দলের ১ নম্বর যুগ্ম সম্পাদক সামসুন নাহার (ওয়ার্ড ১৩, ১৪ ও ১৫), সহ-সভাপতি শাহনাজ বেগম শিখা (ওয়ার্ড ২২, ২৩ ও ২৪) এবং ৪ নম্বর যুগ্ম সম্পাদক আয়েশা খাতুন মুক্তি (ওয়ার্ড ২৫,২৮ ও ২৯)।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে অংশ নেওয়ায় ১৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর মধ্যে মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেগম বেলী নোটিশের জবাব দেন। কিন্তু তার জবাব সন্তোষজনক নয়। অন্যদের কেউই কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি। ফলে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, দল বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। এ জন্য সিটি করপোরেশনসহ স্থানীয় সব নির্বাচন বয়কট করা হয়েছে। একইসঙ্গে এই নির্বাচনে অংশ না দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তারা দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছেন। ফলে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাদের আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।