ছবি : বসির আহাম্মেদ
ঝিনাইদহ: ঝিনাইদহ এসএসসি-৯৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ১২শ’ দুস্থ-অসহায়দের বিনামুল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে। সেই সাথে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার ওষুধ।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘ঝিনাইদহ এসএসসি-৯৪’ ব্যাচের শিক্ষার্থীরা এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে।
জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পে ঝিনাইদহ, ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য সেবা দেন।
সকালে এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এম এ লতিফ জাহেদী প্রজ্জল, সাইফুর রহমান শিপলু, তানভীর আহমেদ রনি মীর ফজলে এলাহি শিমুলসহ ৯৪ ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন।
সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে সদর উপজেলার দোগাছি, পদ্মাকর, পোড়াহাটি ও হরিশংকরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১২শ’ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। পরামর্শ ছাড়াও বিনামূল্যে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ইজিসি পরীক্ষা ও শেষে ওষুধ বিতরণ করা হয়।