ছবি প্রতীকী
চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর, ভোলাহাট, গোমস্তাপুর উপজেলার পৃথক তিনটি স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার ১২ রশিয়া জামতলা, ভোলাহাট উপজেলার দলদলি ও গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর এলাকায় বজ্রপাতে তিনজন মারা যায়।
নিহত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১২ রশিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে জহুরুল ইসলাম (৩৫), ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের চামা-মুশরিভুজা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন (৬০), গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর হঠাৎপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে শরিফুল হক (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আড়াইটার দিকে পদ্মা নদীর জামতলা এলাকায় জহুরুল ইসলাম বজ্রপাতে মারা যায়। সদর মডেল থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
ভোলাহাট থানার ওসি সেলিম রেজা জানান, দলদলি ইউনিয়নের চামা-মুশরিভুজা এলাকায় সকালে আনোয়ার হোসেন জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যায়।
গোমস্তাপুর থানার ওসি মাহবুব ইসলাম জানান, রহনপুরের প্রসাদপুর হঠাৎপাড়া এলাকায় সকালে বৃষ্টি সাথে বজ্রপাত হলে শরিফুল ইসলাম নামের এক যুক মারা যায়।
পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় তিন উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিহত ব্যক্তিদের খোঁজখবর নিয়েছেন। সেই সাথে আর্থিক সহযোগিতার করার আশ্বাস দেন তারা।