ছবি সংগৃহীত
নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজকে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর নাটোরের জনসমাবেশের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) জেলা বিএনপি কার্যালয়ে আসার পথে শহরের চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি সূত্রে জানা যায়, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি সোমবার সকাল সাড়ে ৯টা থেকে শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ করার উদ্যোগ নেয়। এ উপলক্ষে জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ ভোর ৫টার দিকে তার বাড়ি সদর উপজেলার ছাতনী গ্রাম থেকে অটোরিকশা নিয়ে দলীয় কার্যালয়ে আসছিলেন। তিনি শহরের চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা করে। পরে তিনি অচেতন হয়ে পড়লে তারা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আপাতত নাটোরের জনসমাবেশের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, সোমবার সকালে জেলা বিএনপির সদস্যসচিবকে পেটানোর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।