ছবি সংগৃহীত
খুলনার চার চিকিৎসক তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। অভিযোগ উঠেছে, সিআইডি তাদের আটক করে ঢাকায় নিয়ে গেছে। কিন্তু এ নিয়ে কিছুই নিশ্চিত করেনি আইনশৃঙ্খলার তদন্ত সংস্থাটি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক পরিবার ও সহকর্মীরা।
এ অবস্থায় নিখোঁজ চিকিৎসকদের সন্ধান চেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে চিঠি দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখা। রবিবার (২০ আগস্ট) রাতে পুলিশ কমিশনারকে এ চিঠি দেওয়া হয়েছে।
নিখোঁজ চিকিৎসকরা হলেন ডা. লুইস সৌরভ সরকার, ডা. নাদিয়া মেহজাবিন তৃষা, ডা. মুত্তাহিন হাসান লামিয়া ও ডা. শর্মিষ্ঠা সাহা।
বিএমএ খুলনা জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, ৭২ ঘণ্টা পর্যন্ত চার চিকিৎসক নিখোঁজ রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিষয়ে কোনও তথ্য দিচ্ছে না। এর মধ্যে নারী চিকিৎসকদের দুগ্ধপোষ্য শিশু রয়েছে। তিন দিন ধরে মাকে না পেয়ে বাচ্চাগুলো কাঁদছে, তাদের খাওয়া-দাওয়া বন্ধ।
তিনি বলেন, এ অবস্থায় পরিবার এবং অন্য চিকিৎসকরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা দ্রুত তাদের সন্ধান চাই।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট সকালে খুলনা মেডিক্যাল কলেজে একটি ভর্তি কোচিংয়ের শিক্ষক ডা. ইউনুস উজ্জামান খান তারিমকে আটক করে সিআইডি। খুলনা সদর থানা পুলিশের ওসি হাসান আল মামুন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
পরদিন জানা যায়, ১৮ আগস্ট রাতে আরও দুই চিকিৎসক ডা. লুইস সৌরভ সরকার, ডা. নাদিয়া মেহজাবিন তৃষা এবং ১৯ আগস্ট সকাল থেকে আরও দুই জন চিকিৎসক ডা. মুত্তাহিন হাসান লামিয়া ও ডা. শর্মিষ্ঠা সাহা নিখোঁজ রয়েছেন। তাদেরও সিআইডি আটক করেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকেও একই অভিযোগ করা হচ্ছে।
তবে সিআইডির পক্ষ থেকে এ বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। গত দুই দিন সিআইডি সদরদফতরে কয়েক দফায় যোগাযোগ করা হলেও এই বিষয়ে কেউই মুখ খুলছে না।