সংগৃহীত ছবি
স্বপ্নের পদ্মা সেতু হয়ে মাওয়া-ভাঙ্গা রেলপথে শুক্রবার পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। এ সময় ট্রেনের গতি পর্যবেক্ষণ করা হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সকাল ৭ টা ৩০ মিনিটে প্রথম ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা রেল স্টেশন থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রেনটি সকাল ৯ টা ৬ মিনিটে মাওয়া রেলস্টেশনে এসে পৌঁছায়। পরীক্ষামূলক এ ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। পরে সকাল ৯টা ৩০ মিনিটে মাওয়া রেল স্টেশন থেকে পুনরায় আবার পরীক্ষামূলক ট্রেনটি ৮০ কিলোমিটার বেগে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর ১০ টা ৪০ মিনিটে ভাঙ্গা রেলস্টেশন থেকে মাওয়ার উদ্দেশ্যে আবার ছেড়ে আসে ট্রেন। এ সময় ট্রেনের গতিসীমা নির্ধারণ করা হয় ঘণ্টায় ১০০ কিলোমিটার।
সবশেষে ১১ টা ৩০ মিনিটে মাওয়া রেলস্টেশন থেকে পুনরায় ট্রেন ছেড়ে যায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের ব্যবস্থাপক বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশে রেল চলাচলের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এ পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে।