সংগৃহীত ছবি
বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনের শুরুতে চট্টগ্রামে পৃথক স্থানে দুটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে একটি নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় অপরটি জেলার আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী স্টেশনে। সোমবার (৬ নভেম্বর) ভোরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এদিকে, অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। নগরীতেও চলাচল করছে কম সংখ্যক যানবাহন। চালক-যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ সাজিম বলেন, সোমবার ভোরে উপজেলার চাতুরী চৌমুহনী এলাকায় মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে। খবর পেয়ে ভোর ৫টা ৫ মিনিটে আগুন নির্বাপণে কাজ শুরু করি। দুটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আনোয়ার থানার ওসি সোহেল আহমেদ বলেন, একটি বাসে অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। সোমবার ভোরে স্টেশনে পার্কিংয়ে থাকা বাসটিতে কে বা কারা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, ভোর ৫টায় নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী সড়কে পার্কিংয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করা হয়। এ সময় একটি ট্রাক ভাঙচুর করা হয়।
পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ভোরে আতুরার ডিপো এলাকায় কে বা কারা একটি সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।