সংগৃহীত ছবি
সাতক্ষীরায় নির্বাচন ঠেকাতে দশম দফা কর্মসূচির শেষ দিনে অবরোধের সমর্থনে বৃষ্টির মধ্যে ঝটিকা মিসিল করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল চারটার দিকে শহরের ইটাগাছা হাট এলাকায় মিছিল করে।
মিছিলকারীরা “অবৈধ নির্বাচন মানি না মানবো না, অবৈধ সরকার মানি না মানবো না” স্লোগান দিতে দিতে মিছিল শেষ করে।
উল্লেখ্য, নির্বাচনী তপশীল বাতিল, গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবীতে গত ২৮ অক্টোবরের পর থেকে সারাদেশে পর্যায়ক্রমে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো।