বাংলাবার্তা
ঝিনাইদহে অসহায় শীতার্ত মানুষের জন্য কম্বল দিয়েছে বেসরকারি সংস্থা আশা। সংস্থাটির পক্ষ থেকে ঝিনাইদহ জেলা প্রশাসকের হাতে কম্বল তুলে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের হাতে অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণের লক্ষে ৪০০টি কম্বল তুলে দেন আশা’র কর্মকর্তারা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, আশার কেন্দ্রীয় কার্যালয়ের জয়েন্ট ডেপুটি ডিরেক্টর তরিকুল ইসলাম, ঝিনাইদহের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আশা কর্তৃপক্ষ জানায়, প্রতিবছরের ন্যায় এবারও আশা’র নিজস্ব অর্থায়নে সারাদেশে দরিদ্র ও সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঝিনাইদহের শীতার্তদের জন্য জেলা প্রশাসকের নিকট ৪’শত টি কম্বল হস্তান্তর করা হয়েছে।
বাংলাবার্তা/পারভেজ