ছবি : নিজস্ব
ফেনীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসন। শনিবার (৯ ডিসেম্বর) শহরের পাইকারি আড়তে এই অভিযান চালানো হয়। অভিযানে ব্যবসায়ীরা ক্রয় রশিদ দেখাতে না পারায় ৩ আড়ৎদারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, ফেনী শহরে পেঁয়াজের পাইকারি আড়ৎ গুলোতে ৯৩ থেকে ১০০ টাকা ও খুচরা বাজারে ১০৫ থেকে ১১০ টাকায় কেজিতে বিক্রি হয়। একই পেঁয়াজ শুক্রবার এক রাতের ব্যবধানে ১৪৫ টাকা পাইকারি ও খুচরা বাজারে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়। শনিবার একই পেঁয়াজ পাইকারি ১৭০ টাকায় উঠে। এতে ভোক্তা পর্যায়ে চরম ক্ষোভ সৃষ্টি হয়। এরপরই শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেট মোহাম্মদ বদরুদ্দোজা অভিযান পরিচালনা করেন।
এ সময় ব্যবসায়ীরা পেঁয়াজ ক্রয়ের রশিদ দেখাতে ব্যর্থ হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বদরুদ্দোজা ব্যবসায়ী আবদুল জাব্বার বাবুল মিয়াকে ২০ হাজার টাকা, সুবর্ণা সাহাকে ২০ হাজার, ভক্তিপদ সাহাকে ২০ হাজার, আশা ট্রেডার্সকে ২০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী ও জেলা পুলিশের একটি দল সহায়তা করে।
নির্বাহী ম্যজিষ্ট্রেট মোহাম্মদ বদরুদ্দোজা জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং করা হবে। তবে বাজার মনিটরিং করে বুঝা গেছে একটি চক্র বাজারে সিন্ডিকেট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে।
ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি করে। এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিলে ব্যবসায়ী সমিতি সহযোগিতা করবে।
বাংলাবার্তা/সবুজ