সংগৃহীত ছবি
নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে ডাকা টানা অবরোধে রাজধানীর মতিঝিল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মতিঝিলে বাসে আগুনের খবর পেয়ে সেখানে আমাদের দুটি ইউনিট পৌছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর থেকে বিএনপির ডাকা টানা অবরোধ কর্মসূচি চলছে। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোও এ কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল রোববার (১০ ডিসেম্বর) থেকে আবারও ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ পালন করা হবে।
বাংলাবার্তা/এসএ