বাংলাবার্তা/ফয়সাল
'আমার ভ্যাট আমি দিবো, কেনার সময় চালান নিব' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফেনীতে ভ্যাট সপ্তাহ দিবস পালিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ বেস্ট ইন হোটেল কনফারেন্স হলে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুমিল্লা জোনের কমিশনার কাজী তৌহিদা আখতার প্রতিষ্ঠানের প্রধানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ-কমিশনার মো. কেফায়েত উল্যাহ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কুমিল্লা জোনের অতিরিক্ত কমিশনার মো. আবদুল মান্নান সরকার, অতিরিক্ত কমিশনার মোঃ নাহিদ নওশাদ মুকুল ও ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আয়নুল কবির শামীম, সহ-সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ।
স্বাগত বক্তব্য রাখেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনী (সদর সার্কে) জুনায়েদ ইকবাল ও সহকারী রাজস্ব কর্মকর্তা (সোনাগাজী সার্কেল) ইরফান চৌধুরী।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনীর সহকারী রাজস্ব কর্মকর্তা তানিয়া জাহান জিনু ও সহকারী রাজস্ব কর্মকর্তা (ছাগলনাইয়া সার্কেল) জাকারিয়ার যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাজুস ফেনী জেলা সভাপতি ইসমাইল হোসেন খোকন, ফেনী জেলা ব্রিকস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুল হক মজুমদার ব্যবসায়ী ও সাংবাদিক ভক্তিয়ার ইসলাম মুন্না প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক নুর আজম, মো. গোলাম ফারুক বাচ্চুসহ জেলা উপজেলার রাজস্ব কর্মকর্তা ও করদাতাগণ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহজান মিঞা। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিশেষ মূসক সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।
ভ্যাট সপ্তাহ দিবস উপলক্ষে যারা বিশেষ মূসক সম্মাননা পুরস্কৃত হলেন, স্টার লাইন ফুড প্রোডাক্টস, এস এন্ড বি নাইস ফুডস ভ্যালি লিমিটেড, মেগা লুব্রিকন্টস বাংলাদেশ লি: ভূইঁয়া কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ, এইচ রহমান এলপিজি গ্যাস, হাজী নজির আহম্মদ এলপিজি গ্যাস, নবী রেস্টুরেন্টে এন্ড বিরানি হাউজ, মৌবন সুইটস এন্ড রেস্টুরেন্টে ও নুহা এন্ড ব্রাদার্স।
বাংলাবার্তা/এমপি