সংগৃহীত ছবি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউপির অনিল কারবারী পাড়ায় প্রতিপক্ষের গুলিতে ৪ জন ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।
সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা, রহিমসাহ ত্রিপুরা।
ইউপিডিএফ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় এসব কর্মীরা জড়ো হয়ে একস্থানে খাবার খাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের গুলিতে এদের মৃত্যু হয়। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
তবে ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন গণতান্ত্রিক ইউপিডিএফের সভাপতি শ্যামল চাকমা।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, স্থানীয় জনপ্রতিনিধি চারজন নিহত হওয়ার ঘটনা আমাকে জানিয়েছেন। আমরা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর নিয়ে নিশ্চিত হওয়ার পর সঠিক তথ্য নিয়ে জানানো হবে।
বাংলাবার্তা/এমপি