সংগৃহীত ছবি
মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাজেক ভ্যালীতে অবকাশ যাপনে যাচ্ছেন। রাষ্ট্রপতির নিরাপত্তা জন্য আগামী ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সকল রিসোর্ট সাধারণ পর্যটকদের জন্য বন্ধ রাখা হবে।
সোমবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন ও সাজেক কটেজ মালিক সমিতি।
রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকে সফর করবেন।
রাঙ্গামাটির জেলা প্রশাসক জানান, মহামান্য রাষ্ট্রপতি আগামী ২০ তারিখ সাজেক অবকাশ যাপনে আসবেন। তিনি ২২ তারিখ পর্যন্ত সাজেকে অবস্থান করবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। বিভাগীয় কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ১৮ তারিখ থেকে সকল রিসোর্টে পর্যটকদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুপন দেব বর্মন বলেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে আমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। আগামী ১৮ তারিখ থেকে সব রিসোর্ট কটেজগুলো সাধারণ পর্যটকদের জন্য বন্ধ থাকবে। যাদের অগ্রিম বুকিং ছিল, সেগুলো বাতিল এবং পরিবর্তনের পরামর্শ দিচ্ছি আমরা। আশা করছি মহামান্য রাষ্ট্রপতিকে সুন্দর একটি সফর উপহার দিতে পারবো।
বাংলাবার্তা/এমপি