বাংলাবার্তা
নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও চারজন আহত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় পূর্বাচলের শেখ হাসিনা সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার এসআই শাহিন জানান, সকাল ১০ টায় পূর্বাচলের শেখ হাসিনা সরণি এলাকায় দুটি প্রাইভেটকাররের (ঢাকা মেট্রো গ ১২-৪৭৬২ ও ঢাকা মেট্রো গ ৪৩-৮৩৬৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কার দুটির ৮ জনই গুরুতর আহত হন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন। আহত বাকি দুইজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ও ৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পৌনে ১২ টার দিকে আহত ঢাকা মেডিকেলে একজন মারা যায়।
বাংলাবার্তা/এমপি