বাংলাবার্তা/ফয়সাল
ফেনী সদর উপজেলার বারটি ইউনিয়নের দুই হাজার সাতশত ত্রিশ জন কৃষকের মাঝে বিনামূল্যে রসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কৃষকদের হাতে সার ও বীজ উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা বেগম জুসি, বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মনসুর আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।
কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, ফেনীতে রবি মৌসুমে বোরোধান উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রসায়নিক সার বিতরণ করা হচ্ছে। নির্বাচিত কৃষকদের জনপ্রতি ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি দেয়া হচ্ছে।
ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খাদ্য নিরাপত্তা জোরদার করতে প্রতিটি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনতে ব্যাপক হারে কৃষকদের প্রণোদনা দিচ্ছেন। এতে করে দেশে খাদ্য ঘাটতি কমবে, কৃষকরা স্বাবলম্বী হবে।
বাংলাবার্তা/এমপি