বাংলাবার্তা/বসির আহাম্মেদ
ঝিনাইদহের মহেশপুরে ইন্স্যুরেন্সের ২০ লাখ টাকার লোভে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে গ্রেফতার করেছে।
সোমবার ( ১১ ডিসেম্বর) মধ্যরাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে এই হত্যার ঘটনা ঘটে। নিহত চাঁদনী খাতুন (২০) চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার মারুফদা গ্রামের শাহজাহান আলীর মেয়ে।
এ বিষয়ে চাঁদনীর মেজো ভাই মামুন জানান, কিছুদিন আগে তার ভগ্নিপতি মশিয়ার রহমান ও চাঁদনীর নামে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ২০ লাখ টাকার পলিসি খুলে দেয়। এর আগে চাঁদনীকে দিয়ে বাবার বাড়ির ৬০ লাখ টাকার জমি বিক্রি করায় মশিয়ার। চাঁদনিকে হত্যা করে দুর্ঘটনায় মৃত্যু দেখিয়ে ঐ টাকা আত্মসাৎ করার পরিকল্পনা ছিলো মশিয়ারের। মশিয়ার গত নভেম্বর মাসে জীবনগর সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ২০ লাখ টাকা ও মেট লাইফ রাজশাহী শাখায় ৩০ লাখ টাকার পলিসি করে। মূলত মৃত্যুদাবির টাকা পেতেই নির্মম ও নির্দয় হয়ে ওঠে মশিয়ার।
সোনালী লাইফ ইন্স্যুরেন্সে’র ঝিনাইদহ অফিসের ইনচার্জ সাকিব মোহাম্মদ আল হাসান জানান, স্ত্রীর নামে ইন্স্যুরেন্সে করা থাকলে মৃত্যুদাবির এককালীন টাকা পাওয়া যাবে এমন ধারণা ছিলো। যার কারণে চাঁদনীর স্বামী আরও ৩০ লাখ টাকার ইন্স্যুরেন্সে পলিসি করতে চেয়েছিল তাদের জীবননগর শাখায়। কিন্তু প্রয়োজনীয় কাগজ চাওয়ায় তিনি তা দিতে পারেননি।
তবে মহেশপুর থানার এসআই ইসমাইল হোসেন জানান, ঐ রাতেই একটি হত্যা মামলা রজু করা হয়েছে। হত্যা মামলায় নিহতের স্বামী মশিয়ারকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাবার্তা/এসজে