সংগৃহীত ছবি
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় ময়মনসিংহের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হওয়ার পর বিকল্প পথে ঢাকা-টঙ্গী হয়ে ভৈরব দিয়ে ময়মনসিংহগামী ট্রেন চলাচল শুরু করেছে।
বিকল্প পথে চলা ট্রেনগুলো হলো- আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, বলাকা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার ও মহুয়া এক্সপ্রেস।
টঙ্গী জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ঢাকা-ময়মনসিংহ রুটের সকল ট্রেন ঢাকা থেকে টঙ্গী হয়ে কিশোরগঞ্জের ভৈরব দিয়ে ময়মনসিংহে যাতায়াত করছে।
উল্লেখ্য, বুধবার (১৩ ডিসেম্বর) সকালে গাজীপুরের ভাওয়ালে বনখুড়িয়া এলাকায় ট্রেন দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত দুইজন রেলকর্মচারীসহ মোট ১১ জন।
বাংলাবার্তা/এআর