সংগৃহীত ছবি
হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাকের চাপায় টমটমের ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত আরও দুজন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাহেস্তাগঞ্জ-চুনারুঘাট আঞ্চলিক সড়কে চানভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
চুনারুঘাটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন তাৎক্ষণিভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
হিল্লোল রায় জানান, দুপুর ১২টার দিকে সাহেস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কে চানভাঙ্গা এলাকায় একটি ট্রাক যাত্রীবাহী টমটমকে চাপা দেয়। ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। আহত তিনজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতলে নিলে সেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাবার্তা/এআর