ফাইল ছবি
গাজীপুরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে প্রায় ১দিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে ময়মনসিংহগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন দিয়ে চলাচল শুরু হয়েছে।
এদিকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে করেন রেলপথ মন্ত্রণালয় গঠিত তিন সদস্যদের তদন্ত কমিটি। এ সময় তারা স্থানীয়দের সাথে কথা বলেন। এছাড়াও বিজিবির ৬৩ ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো. রফিকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরির্দশন করেন।
তদন্ত কমিটির প্রধান শাহ ইমাম আলী রেজা জানান, দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছি। এ সময় আমরা অনেকের সাথে কথা বলেছি। আরও অনেকের সাথে কথা বলব। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে পারবো।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামিমা জাহান জানান, প্রায় ১৫ ঘণ্টা চেষ্টার পর ক্ষতিগ্রস্ত রেল সড়ক মেরামত করা হয়েছে। দেওয়ানগঞ্জ কম্পিউটার, মহুয়া ও বলাকা এক্সপ্রেস ছাড়া বাকি সব ট্রেন বিকল্প পথে চলাচল করেছে। বৃহস্পতিবার থেকে সড়কে সকল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার পর প্রথম ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি চলাচল শুরু করে। প্রায় ১দিন পর নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়েছে।
বাংলাবার্তা/এমপি