ফাইল ছবি
ফেনীতে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) সকালে শহরের ফেনী সরকারি কলেজে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে ফেনী জেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়ে ফেনী সরকারি কলেজ বধ্যভূমি সামনে শেষে হয়। বধ্যভূমিতে পুষ্পস্তবক করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
পরে সরকারি কলেজ মুক্তিযোদ্ধা খাজা আহমেদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মোক্তার হোসেইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন। এছাড়াও বিভিন্ন শ্রেণীর পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ফেনীবাসী উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বিকাল সাড়ে পাঁচটায় ফেনী সরকারি কলেজ বধ্যভূমি স্মৃতিস্তম্ভ কমপ্লেক্সে প্রদীপ প্রজ্বালনের আয়োজন করা হয়েছে।
বাংলাবার্তা/এমপি