বাংলাবার্তা
ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন দুই কেজি ৩৬০ গ্রাম। এ সময় এক পাচারকারীকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।
শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিম পাড়া থেকে স্বর্ণের বারসহ পাচারকারী আতিয়ারকে আটক করা হয়।
আটককৃত আতিয়া বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের মহর আলীর ছেলে।
বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশী করে ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ৩৬০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, আটককৃত পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে সীমান্ত এলাকা রয়েছে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরায়। চলতি বছর প্রথম ৯ মাসে এসব জেলার সীমান্ত দিয়ে পাচারকালে প্রায় ১৩০ কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের পরিমাণ ১৬০ কেজি। দক্ষিণ পশ্চিম অঞ্চলের অধীনে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিজিবির ৭টি ব্যাটালিয়ান এসব স্বর্ণ জব্দ করে। এসব ঘটনায় আটক করা হয় ৬৯ জনকে।
বাংলাবার্তা/এসএ