ভারত-বাংলাদেশ সীমান্ত (সংগৃহীত ছবি)
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়াদি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঝরল দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীয় প্রাণ।
শনিবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে বাড়াদি সীমান্তে এ ঘটনা ঘটে। দামুড়হুদা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের ৬নং ইউপি সদস্য আব্দুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন: দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের শফিউল্লাহর ছেলে খাঁজা মইনুদ্দিন (২২) ও হায়দার আলীর ছেলে সাজেদুল হক (২৪)।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে খাঁজা মইনুদ্দিন ও সাজেদুল হক বাড়াদি সীমান্তবর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় নদীয়া জেলার ভারতীয় গোবিন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে ১৫-১৬ রাউন্ড গুলিবর্ষণ করে। ঘটনাস্থলেই খাঁজা মইনুদ্দিন ও সাজেদুল হক নিহত হন।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার নায়ক সুবেদার জলিল ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে পত্র পাঠিয়েছেন। তবে এখনো তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান।
বাংলাবার্তা/এআর