জাপা’র হারুন (ছবি: বাংলাবার্তা)
রাঙ্গামাটি ২৯৯ নং আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির প্রার্থী হারুনুর রশিদ মাতব্বর। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষদিন জাতীয় পার্টির প্রার্থী হারুনুর রশিদ মাতব্বর প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। এর আগে গত শুক্রবার স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদারও মনোনয়নপত্র প্রত্যাহার করের। তাই বর্তমানে রাঙ্গামাটি ২৯৯ নং আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের পর জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ মাতব্বরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির মো. মিজানুর রহমান।
বাংলাবার্তা/এমপি