ঘন কুয়াশা (সংগৃহীত ছবি)
শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চলের মানুষ। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গত রবিবারের চেয়ে সোমবারের তাপমাত্রা আরও কমেছে। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হলে (৮-১০ ডিগ্রি) সে অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১৬ ডিসেম্বর) একই সময়ে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের পক্ষ থেকে অসহায়, গরিব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি।
বাংলাবার্তা/এআর