পর্যটকবাহী গাড়িতে গুলি ও ভাংচুরের (ছবি : বাংলাবার্তা)
ইউপিডিএফের সংগঠনের চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হচ্ছে। এর মধ্যে সাজেক যাওয়ার পথে দীঘিনালা সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় পর্যটকবাহী গাড়িতে গুলি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
একই স্থানে সেসময় পর্যটকবাহি একটি মাহেন্দ্র, একটি পিকআপ এবং একটি প্রাইভেট কার ভাংচুর করে ইউপিডিএফ সমর্থীত নেতাকর্মীরা।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হক জানান, ঘটনার সাথে সাথে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়ীগুলো উদ্ধার করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়েছে। ৩টি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতের পর আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাহাড়ায় তাদের গন্তব্যে পৌছে দেওয়া হবে।
বাংলাবার্তা/এমপি