বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রীসহ অন্যান্যরা (ছবি : বাংলাবার্তা)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈত্রিক নিবাস গোপালগঞ্জে 'শেখ লুৎফর রহমান গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র'-এর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ। পরিদর্শনকালে তিনি জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পের কাজ নির্দিষ্ট মেয়াদে সম্পন্নের জন্য প্রকল্প পরিচালক, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় প্রকল্প পরিচালক সুস্মিতা ইসলাম, গোপালগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলামসহ ঠিকাদার ও প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নির্মম হত্যাযজ্ঞের শিকার অন্যান্য শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে জেয়ারত করেন।
প্রতিমন্ত্রী এর আগে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান এবং সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইয়ে তাঁর মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'শেখ লুৎফর রহমান গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র’ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৪.২৪ কোটি টাকা। প্রকল্পের সংশোধিত মেয়াদ জানুয়ারি, ২০২২ থেকে ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত।
চলতি বছর ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ২ দিনের গোপালগঞ্জ সফরের শেষ দিনে টুঙ্গিপাড়ায় উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'শেখ লুৎফর রহমান গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র'-এর ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এরপর গত ১৬ জুন আনুষ্ঠানিকভাবে এর নির্মাণ কাজ শুরু হয়।
বাংলাবার্তা/ এসএ